আজাদুল হক, বাগেরহাট: জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় বিষ্ণুপুর ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান নকিব আকবর হোসেন (৬৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বাগেরহাট জেলা সদর সপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বাগেরহাট চিতলমারী সড়কের মুনিগঞ্জ সেতু টোল প্লাজা এলাকায় তিনি মোটরসাইকেল দূর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন। তিনি বাগেরহাট জেলা শহরে প্রয়োজনীয় কাজ শেষে ওই সময়ে নিজ মোটরসাইকেল যোগে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নির্যাতিত এবং আওয়ামী লীগের বিগত আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকা এই নেতার মৃত্যুর বর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন, জেলা আওয়ামী লীগের নেতা সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ বাকী তালুকদারসহ অন্যান্য নেতা-কর্মীরা।
টোল প্লাজায় কর্মরতরা জানান, নকীর আকবর হোসেন টোল অতিক্রম করে কিছুদুর গিয়েই স্থানীয় একটি ইটভাটার সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধাররে দর হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনা কিভাবে হয়েছে তা জানা যায়নি।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের রিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নকীব আকবর হোসেনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
বাগেরহাটে বীরমুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বাআলো/এস