আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া এলাকায় ধানক্ষেতে ইদুর মারার জন্য ইলেকট্রিক ফাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথী আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বারাশিয়া এলাকার জনৈক হানিফের মাছের ঘেরের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশের সুরতহাল করেছে।
বাগেরহাটে মুদি দোকানে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু
নিহত সাথী আক্তার বারাশিয়া গ্রামের অহিদ শেখের মেয়ে।
স্থানীয়রা জানায়, সাথীর চাচাতো ভাই একই এলাকার রেজাউল শেখের ছেলে সোহাগ শেখ তার মাছের ঘেরসহ ধানের ক্ষেতে ইদুর মারার জন্য ইলেকট্রিক ফাদ পেতে ছিলো। সকালে সাথী আক্তার ওই ঘেরের মৃত মাছ আনতে গিয়ে অসাবধনতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, চিতলমারীতে ইঁদুর মারার ফাদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সাথী আক্তার নামের একজন নারী নিহত হয়েছেন। চিতলমারী থানা পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
স্বাআলো/এসআর/এস