আজাদুল হক, বাগেরহাট: ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাগেরহাট জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ দিবস পালন উপলক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) রামপাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিফতরের উদ্যোগে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।
তিনি দিবসের প্রতিপাদ্য তুলে ধরেন । প্রতিপাদ্যে মুল বক্তব্য ছিলো নারীরা যেনো বিনিয়োগ বেশি করেন, নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। নারীরা সাবলম্বী হলে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা হবে। নারীরা নিজেদের পরিবর্তন করতে পারলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। এ জন্য নারী উদ্যোক্তা তৈরি করতে হবে।
এখানে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা ও নারী নেত্রী গায়ত্রী বিশ্বাস প্রমুখ।
অনুরুপভাবে এ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয় জেলার মোড়েলগঞ্জ, মোংলা, মোলাহাট, ফকিরহাট ও
কচুয়া উপজেলায়।
স্বাআলো/এস