আজাদুল হক, বাগেরহাট: জেলায় কচুয়া উপজেলায় ধান ক্ষেতে ইঁদুর মারার ফাদে বিদ্যুৎষ্পৃষ্টে মাহাতাব শেখ (৫২) নামের সাবেক ইউপি মেম্বর নিহত হয়েছেন।
রবিবার (৩ মার্চ) দিবাগত রাতে বাড়ীর পাশেই নিজের মাছের ঘের ও ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত মাহাতাব শেখ উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
বাগেরহাটে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১
তার পরিবার জানায়, স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বর ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব শেখ রবিবার রাত ১২ টার দিকে বাড়ীর পাশেই ধান ক্ষেতে ইদুর মারার ইলেক্ট্রিক ফাদে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এরপর অনেক রাত পর্যন্ত সে ফিরে না আসায় পরিবারের লোকেরা ধান ক্ষেতে খুঁজতে গিয়ে রাত ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার হয়।
এ খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন জানান, ধান ক্ষেতের ইঁদুর নিধনের জন্য নিজের পাতানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মাহাতাব শেখ নিহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
স্বাআলো/এসআর