বাগেরহাটে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার শিবপুর পেত্নীমারী গ্রামে গলায় রশি দিয়ে রুপা বেগম (২০) নামের একজন তরুণী গৃহবধু আত্মহত্যা করেছে। তবে মৃতের মুখে বিষ থাকায় মত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনার পর পুলিশ রুপা বেগমের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

মৃত রুপা বেগম উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া পেত্মীমারী গ্রামের রফিকুল খালাশির স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় পারিবারিক কলহের কারণে রুপা বেগম বুধবার বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে বাড়ীর লোকেরা তাকে উদ্ধার করে চিতলামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।

পরে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে চিতলামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার ঘটনা প্রচার পেলেও সুরতহাল রিপোর্টে লাশের মুখে ও নাকে বিষের আলামত পাওয়া যায়।

এতে সন্দেহ দেখা দেয়ায় মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বৃষ্টির নিখোঁজের চারদিন পর লাশ মিললো বাগেরহাটে

জেলা প্রতিনিধি, নড়াইল: নিখোঁজের চারদিন পর বাগেরহাট থেকে নড়াইল...

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন।মঙ্গলবার...

খুলনায় গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনার খালিশপুর থানা এলাকায় মারিয়া সুলতানা নামের এক গৃহবধূ...

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ

বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬২১টি।...