জেলা প্রতিনিধি, বাগেরহাট: জেলার ফকিরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ১০ চাকার লরি ট্রাকের ধাক্কায় সাকিব (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ সময় আসিফ(৩০) নামের অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার লখপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
ঘটনার পর রাতেই লরিটি দ্রুত পালিয়ে যায়।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জানান, মোংলা দ্বিগরাজ ব্যাংক মোড় এলাকার সাবিক হোসেন তার সহযোগি আসিফকে নিয়ে নম্বরবিহীন এক মোটরসাইকেলযোগে খুলনা থেকে মোংলায় যাওয়ার পথে ফকিরহাট লখপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিব মারা যায়।
আর মারাত্বক আহত অবস্থায় আসিফকে স্থানীয়রা উদ্ধার করে খুলনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি স্থানীয় কাটাখালী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্ত্তি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।
স্বাআলো/এস