নিহত হুমায়ন কবির ঝালকাঠি জেলার কাঠালিয়া জয়খালী এলাকার আব্দুল হামিদের ছেলে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বুধবার জানান, মোংলা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-২১২৬) মঙ্গলবার রাতে উক্তস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মেরে দুমড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা হুমায়ন কবির ঘটনাস্থলেই নিহত হন। আর চালক ও অপর যাত্রী মোংলার সুন্দরবন এলাকার নিরোধ বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (৩২) আহত হয়।
ফায়ার সার্ভিস ও মোল্লাহাট হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রাতেই গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
স্বাআলো/এস