আজাদুল হক, বাগেরহাট: জেলার রাস্তায় একটি পরিবহন বাসের ধাক্কায় ঝরলো মোটরসাইকেল আরোহী এক নারীর প্রাণ। এ সময় মোটরসাইকেল চালকসহ আরো দুইজন আহত হয়েছেন।
নিহত মায়া রানী হালদার (৫৮) সদর উপজেলার বেমরতা খাড়াসম্বল গ্রামের অসীম হালদারের স্ত্রী।
দুর্ঘটনায় আহত হন নিহত মায়া রানীর ছেলে অপূর্ব হালদার (৩৫) প্রতিবেশী প্রানেশ হালদার (৩২)।
বাগেরহাটে মৎস্য অফিসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ, নারীদের সংবাদ সম্মেলন
রবিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনার পর আহত দুইজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, রবিবার ডালিয়া পরিবহন নামের একটি বাস সদরের দড়াটানা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা তিনজন আরোহী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মায়া রানী হালদার নামের একজন নারী নিহত হন এবং মোটরসাইকেল চালকসহ অপর দুইজন আহত হন। পরিবহন বাসটি বাগেরহাট বাস মালিক সমিতির অধীনে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহন করবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বাআলো/এস