আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল গফ্ফার কাজী (৭৫) আর নেই।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না….. রাজিউন)।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা দিয়ে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
নোয়াখালী মুজিববাহিনীর প্রধান মাহমুদুর রহমানের দাফন সম্পন্ন
তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্র্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, থানার ওসি তদন্ত প্রভাস মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, আওয়ামীলীগের সাধরন সম্পাদক (ভারপ্রাপ্ত) শিকদার কামরুল হাসান কচি, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর, বীরমুক্তিযোদ্ধা আ: ছত্তার তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, জেলা আওয়ামী লীগ নেতা কেএম ফরিদ হাসান ও যুবলীগনেতা সুজন দিদারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
স্বাআলো/এস