Uncategorized

বাগেরহাটে মাছ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ১

| February 13, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার সদর উপজেলার পল্লীতে রাতে মাছ চুরি করতে গিয়ে ধানের ক্ষেতের ইদুর মারার জন্য দেয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আলাউদ্দিন শেখ (৪০) নামের এক ব্যাক্তি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনার পর আলাউদ্দিনকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাগেরহাটে চাঁদাবাজি করতে গিয়ে তিনজন আটক

এখানো তার অবস্থা বেগতিক হয়ায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক (ডিআইও-১) সৈয়দ বাবুল আক্তার জানান, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাপ্পি বাইনের মাছের ঘেরের জমিতে ধান ক্ষেতের ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। সোমবার দিবাগত গভীর রাতে একই এলাকার আলাউদ্দিন শেখ ওই ঘেরে মাছ চুরি করতে যায় এবং অন্ধকারে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আলাউদ্দিন গুরুতর আহত হয়। তাকে ওই রাতেই স্থানীয়রা উদ্ধার করে
হাসপাতালে ভর্ত্তি করেছে বলে পুলিশকে জানানো হয়েছে।

স্বাআলো/এসআর

Shadhin Alo