আজাদুল হক, বাগেরহাট: জেলার সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় পবিত্র রমজান উপলক্ষ্যে মজুদ করা একটি মুদি দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার পণ্য সামগ্রি পুড়ে গেছে।
মঙ্গলবার (০৫ মার্চ) উপজেলার সিএন্ডবি বাজারের তারেক কাজীর মুদি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাটে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক মেম্বরের মৃত্যু
ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দোকানে মজুদ করা লাখ লাখ টাকার পণ্য পুড়ে যায়। তবে দোকানটি ইটের পুরু দেয়াল ও সাটার থাকায় আগুন অন্য কোথাও ছড়াতে পারেনি।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক তারেক কাজী জানান, রমজান মাসকে সামনে রেখে দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ অতিরিক্ত পণ্য মজুদ করেছিলাম। সব কিছু নিমিষেই শেষ হয়ে গেছে।
শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
স্বাআলো/এসআর