আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার হিজলা এলাকায় শিহাব শেখ (৪) নামের একজন শিশু হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।
নিহত শিহাব শেখ উপজেলার বারাশিয়া গ্রামের ফরহাদ শেখের ছেলে।
হামীম শেখ (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
হামীম শেখ হিজলা গ্রামের রমজান শেখের ছেলে। আর হত্যাকাণ্ডটি ঘটেছে বুধবার সন্ধ্যার দিকে।
খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটক হামীমের স্বীকারোক্তি মতে পুলিশ জানায়, শিশু শিহাব বুধবার বাড়ির পাশেই খেলাধুলা করছিলো। সবার অজান্তে পাশ্ববর্তী হামীম শেখ শিশুটিকে ধরে নিয়ে যৌনাচার করে। এতে শিশুটি চিৎকার করতে থাকলে হামীম শিশুটির মুখ চেপে ধরে। এ সময় শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে হামীম শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে ঘরের মধ্যে ফেলে রাখে। সন্ধ্যার পর থেকে শিশুটিকে খুজতে থাকে তার পরিবার। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা শিশুটিকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে চিতলমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে হামীমকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস