আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, চট্রগ্রাম জেলার ভোজপুর উপজেলার আবুল হোসেন (৩২) ও একই উপজেলার উদিয়াপাথর গ্রামের সাইফুল ইসলাম (৩০)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মোল্লাহাট উপজেলার মেসার্স সাগর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খূলান মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মোল্লাহাট উপজেলার সাগর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেন।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
গোঁপন তথ্য অনুযায়ী খুলনাগামী ঢাকা-মেট্রো-ন-১৫-৩০০৯ নম্বরের একটি পিকআপ গতিরোধ করে তল্লাশি করে দুইটি বস্তায় মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাবহনকারী এবং মাদক বিক্রেতা আবুল হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
স্বাআলো/এস