আজাদুল হক, বাগেরহাট: অবৈধ মাদক পাচার ও সরবারহকারীদের নিরাপদ রুট হিসাবে আলোচিত বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ এক নারীকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি স্বপন কুমার রায়ের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার (১১ ফেব্রুয়ারি) সুমি আক্তার বকুল (৩০) নামের ওই নারীকে গ্রেফতার করে।
সুমি আক্তার বকুল মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া বাদুরতলা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী এবং একই এলাকার বাবুল হাওলাদারের মেয়ে।
ডিবির ওসি স্বপন কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে তিনি সহযোগী পুলিশ ফোর্স নিয়ে রবিবার ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থান নেয় এবং তথ্য অনুযায়ী ওই নারীকে গ্রেফতার করা হয়।
এ সময় নারী পুলিশের সহায়তায় সুমি আক্তার বকুলের হেফাজতে থাকা একটি বড় ব্যাগের মধ্যে রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
স্বাআলো/এস