বাজারে এলো হোন্ডার নতুন ফায়ারব্লেড

বছরজুড়ে একের পর এক নতুন মডেলের মোটরসাইকেল বাজারে ছাড়ছে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড হোন্ডা। বিশ্ব বাজারে হোন্ডা ফায়ারব্লেড ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়।

২০২৪ সালে সেটির নতুন সংস্করণ নিয়ে এলো মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

হোন্ডা সিবিআর ১০০০ আরআর-আর ফায়ারব্লেডের এসপি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থাটি। তাদের দাবি, মাঝারি স্পিডেও ভালো অ্যাকসেলারেশন পাওয়া যাবে বাইকটিতে। পাশাপাশি কম থ্রটলেও বাইকের উপর ভালো নিয়ন্ত্রণ এবং উন্নত ইঞ্জিন ব্রেকিং সুবিধা মিলবে।

বাইকটির মূল আকর্ষণ স্পোর্টি লুক ও অ্যারোডাইনামিক ডিজাইন। বাইকটির যে বেস মডেল রয়েছে তাতে কালো রঙের ইউএসডি সাসপেনশন রয়েছে। যেখানে এসপি ভ্যারিয়েন্টে গোল্ডেন ইউএসডি সাসপেনশন দেয়া হয়েছে।

বাইকটির বেস মডেল এবং এসপি ভ্যারিয়েন্ট দুটিতেই রয়েছে ৯৯৯ সিসি লিকুইড কুল্ড ৪ ভালভ ৪ সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক ২১৮ হর্সপাওয়ার এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। বাইকটিতে মাইলেজ পাওয়া যাবে প্রতি লিটার জ্বালানিতে ১৫ দশমিক ৪ কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৬ দশমিক ১ লিটার। আর বাইকটির কার্বওয়েট ২০০ কেজি।

এ ছাড়া বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ২৯৯ কিলোমিটার গতি তুলতে সক্ষম। ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র ২ দশমিক ৯ সেকেন্ড। বাইকটির সামনে রয়েছে দুইটি ডিস্ক ব্রেক এবং পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক। সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেক সিস্টেম (এবিএস)।

বাইকটির ফিচার রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল (স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপমিটার, টেকোমিটার) এলইডি লাইটিং, এবিএস লাইট, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি। আপাতত বাইকটি জাপানের বাজারে লঞ্চ হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...