চাকরি

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ (তালিকা)

| February 16, 2024

ঢাকা অফিস: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট দুই হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে ৩৪৫ জনকে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং সংশ্লিষ্ট জেলা বার এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে ছয় হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়েছেন। এরপর গত ২৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এস

Shadhin Alo