বাল্যবিবাহের ঝুঁকিতে ৭০ শতাংশ কিশোরী!
তিনি জেলার কচুয়া উপজেলার চরকাঠি স্বপ্ন সারথি দলের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন।
এখানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. ফকরুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।
ব্র্যাকের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্থাপক সেলপ পলাশ হালদার, ডেপুটি ম্যানেজার ইসমাইল হোসেন প্রমুখ।
বেড়েছে কম বয়সে বিয়ে, তালাকের হারও বেড়ে দ্বিগুণ
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক আয়োজিত অভিভাবক মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রেখা বিশ্বাস এবং রুখবো এবার সবাই মিলে, নির্যাতন আর বাল্যবিবাহ বিষয়ক সেশন পরিচালনা করেন এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) সাজিয়া আফরিন।
সেশনে ২৫ জন স্বপ্নসারথি এবং তাদের অভিভাবকগণ অংশ গ্রহন করেন। প্রধান অতিথি এ কমূসুচীর প্রশংসা করেন এবং এরূপ কার্যক্রম দেশব্যাপী থাকা দরকার বলে মতামত দেন।
স্বাআলো/এসআর