‘বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি হটলাইন নম্বরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে’ হুসাইন শওকত

| February 14, 2024

আজাদুল হক, বাগেরহাট: নারী নির্যাতন বৃদ্ধি, নারী ও শিশুদের পুষ্টিহীনতার অন্যতম কারণ আমাদের দেশে বাল্যবিবাহ চলমান। তাই বাল্যবিবাহ প্রতিরোধে বিধি- বিধানসহ সরকারী ও বেসরকারীভাবে নানা প্রকল্প কর্মসুচী করা হচ্ছে।

সচেতনতার পাশাপাশি আইনের তড়িৎ প্রয়োগে সরকার হট লাইন নম্বর দিয়েছে। এই হটলাইন নম্বর যথাযত ব্যবহারের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই বাল্যবিবাহ প্রতিরোধ হবে। ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর ও সুস্থভাবে গড়ে উঠবে। বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ে সেশন ও স্বপ্নসারথি দলের অভিভাবকদের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার শাখার পরিচালক হুসাইন শওকত প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাল্যবিবাহের ঝুঁকিতে ৭০ শতাংশ কিশোরী!

তিনি জেলার কচুয়া উপজেলার চরকাঠি স্বপ্ন সারথি দলের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন।

এখানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. ফকরুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।

ব্র্যাকের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্থাপক সেলপ পলাশ হালদার, ডেপুটি ম্যানেজার ইসমাইল হোসেন প্রমুখ।

বেড়েছে কম বয়সে বিয়ে, তালাকের হারও বেড়ে দ্বিগুণ

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক আয়োজিত অভিভাবক মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রেখা বিশ্বাস এবং রুখবো এবার সবাই মিলে, নির্যাতন আর বাল্যবিবাহ বিষয়ক সেশন পরিচালনা করেন এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) সাজিয়া আফরিন।

সেশনে ২৫ জন স্বপ্নসারথি এবং তাদের অভিভাবকগণ অংশ গ্রহন করেন। প্রধান অতিথি এ কমূসুচীর প্রশংসা করেন এবং এরূপ কার্যক্রম দেশব্যাপী থাকা দরকার বলে মতামত দেন।

স্বাআলো/এসআর