আওয়ামী লীগ

বিএনপি গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে: ওবায়দুুল কাদের

| February 13, 2024

ঢাকা অফিস: বিএনপি গুম-খুন নিয়ে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে দেশ বাঁচাও আন্দোলনের নামে তারা দেশকে ধ্বংস করার পায়তারা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

কাল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। জেলে বন্দি অবস্থায় মৃত্যু হবে না, সে কথা তারা বলে কী করে? জেলে যারা মারা গেছে, তাদেরকে নিজেদের নেতাকর্মী দাবি করে বিএনপি। তাহলে কারা কারা মারা গেছে সেই তালিকা প্রকাশ করুক তারা।

স্বাআলো/এস

Shadhin Alo