বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবন, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী ব্যুরো: বগুড়ার শিবগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর শিহাব হাসান সৈকত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিহাব শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে।

শিহাবের চাচা মিলু হোসেন জানান, শিহাব উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্কুলে তাদের বিদায় অনুষ্ঠান ছিলো। শিহাব ওই অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ করার কথা বলে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। ওইদিন শিহাব বন্ধুদের সঙ্গে স্কুল এলাকায় মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়ে ও মহাস্থান এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকে।

তিনি আরো জানান, বিষয়টি জানতে পেরে শনিবার অসুস্থ অবস্থায় তাকে বাড়ি আনা হয়। রবিবার সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় সিহাব।

মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‌একজন পরীক্ষার্থী মারা গেছেন বলে জানি। তবে কী কারণে মারা গেছেন তা আমার জানা নেই।

বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরে শেফা শাহিনা জানান, বিষক্রিয়ায় শিহাবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, স্কুলছাত্র শিহাব বিষক্রিয়ায় হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তার পরিবারের অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...