বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আইন মন্ত্রণালয়।
খালেদা জিয়ার সাজা স্থগিত করে সরকার যে নির্বাহী আদেশ দিয়েছে, এ অবস্থায় তার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে মত দিয়েছে মন্ত্রণালয়। অর্থাৎ চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না খালেদা জিয়ার।
রবিবার (১ অক্টোবর) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই।
স্বাআলো/এসএ