বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

0
26
নোয়াখালীতে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে অফিসে ঢুকে প্রধান শিক্ষক ইউনুস নবী মানিককে (৫৪) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলার পর শিক্ষকের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে একটি বাড়িতে আশ্রয় দেন।

প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক অভিযোগ করেন, “গত বছরের ২৪ অক্টোবর তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুক্তার হোসেনের নেতৃত্বে আমার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়। এরপর আমি লিখিতভাবে ইউএনওকে বিষয়টি জানাই। পরে আমি আদালতে মামলা করি এবং আদালত চলতি বছরের ২০ মে পর্যন্ত ওই পদত্যাগপত্রের কার্যক্রমে স্থগিতাদেশ দেন।”

তিনি বলেন, “বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পরই একরাম হোসেন, ডাক্তার পারভেজ ও বাজার কমিটির সাবেক সম্পাদক লুৎফুর রহমানসহ কয়েকজন এসে আমাকে মারধর করে, শার্ট-প্যান্ট ছিঁড়ে অর্ধনগ্ন করে অফিস থেকে বের করে দেয়।”

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুক্তার হোসেন বলেন, “আমার ভাই ও কোনো লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। ওই শিক্ষক দুর্নীতিবাজ। এজন্য স্থানীয়রা তাকে বের করে দিয়েছে।”

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি মো. আরিফুর রহমান বলেন, “প্রধান শিক্ষককে মারধর করার যাঁরা দায়ী, তাঁরাই তাকে বিদ্যালয়ে ঢুকতে দিচ্ছেন না। এই অবস্থায় তাকে প্রটেকশন দিয়ে স্কুলে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ওই শিক্ষক আদালতে মামলা করেছেন। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার বিরুদ্ধে আগের কর্মস্থলেও অভিযোগ ছিল বলে জানতে পেরেছি।”