চট্রগ্রাম বিভাগ

বিয়ের আসর থেকে বরকে উদ্ধার করে থানায়

নোয়াখালী প্রতিনিধি | May 17, 2025

নোয়াখালীর মাইজদীতে একটি বিয়ের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বরসহ দুজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।

পুলিশ বলছে, এটি ‘আটক’ নয়, বরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কনে পক্ষের অভিযোগ, বিয়ের দিন বর ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে বিয়েতে অনিচ্ছা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে সাধারণ পোশাকে উপস্থিত হয়ে আত্মগোপনে ছিলেন।

কনের মামা হিরণ জানান, ফেনীর দাগনভূঞার বাসিন্দা ইকবাল হোসেনের (৩৬) সঙ্গে তার ভাগ্নির বাগদান হয় ৯ মে। এরপর ১৫ মে রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে বরপক্ষ অংশ নেয়। বিয়ের দিন ১৬ মে দুপুরে বর হঠাৎ জানায়, সে বিয়ে করবে না এবং ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে। একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা একটি কক্ষে বরকে খুঁজে পাওয়া যায়। তার বিরুদ্ধে পালানোর চেষ্টার অভিযোগও তোলেন কনে পক্ষ।

কনে পক্ষ আরও জানায়, প্রায় ৩০০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। বরের এমন আচরণে বিব্রত হয়ে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে বরসহ আরও একজনকে থানায় নিয়ে যায়।

বরের ভাই সোহরাব হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ভাই কোনো যৌতুক দাবি করেনি এবং পালিয়ে যায়নি। মেয়েদের পরিবারের কিছু অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করতে একটি কক্ষে গিয়েছিল।”

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ৯৯৯–এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ দুজনকে থানায় নিয়ে আসে। যৌতুক দাবির বিষয়টি যাচাই–বাছাই করে দেখা হচ্ছে।”

Shadhin Alo