Uncategorized

বিয়ের ৪ দিনের পর স্বামীর হাতে স্ত্রী খুন 

| February 13, 2024

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়ায় তাসলিমা আক্তার (২০) নামে এক নববধূকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পলাতক রয়েছে নিহতের স্বামী আব্দুল হামিদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নববধূ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। স্বামী আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল (২৮)।

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনে হামিদুল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে মঙ্গলবার ধারাল ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে স্বামী হামিদুল।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হবে।

স্বাআলো/এস

Shadhin Alo