বেনাপোলে অস্ত্র-গুলি-ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী মারুফ আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল থেকে সাত মামলার বিচারাধীন আসামি শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেনকে (৩৭) পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটরসাইকেলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক মারুফ বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের এসআই রইস, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি টিম বেনাপোল এলাকায় অভিযান পরিচালনা করে। তারা গোপনে খবর পেয়ে কৃষ্ণপুরের জনৈক নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তার উপর থেকে মারুফকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার আরো জানান, আটক মারুফের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা, একটি অস্ত্র মামলাসহ সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি ওয়ারেন্ট মূলতবী রয়েছে। আটক মারুফকে পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...