মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম লিটন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) পোর্ট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পোর্ট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মনিরা মুক্তা জানান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত স্যারের কাছে গোপন খবর আসে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বেচাকেনা করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে ভবেরবেড় পুকুরপাড় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি জহিরুল ইসলামের (২৪) নিকট হইতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
বেনাপোলে অস্ত্র-গুলি-ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী মারুফ আটক
একই দিন আর একটি অভিযানে বেনাপোল পোর্ট থানার পাকা রাস্তার উপর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আসামি সিরাজুল ইসলামকে আটক করা হয়।
গ্রেফতারকৃত দুইজন আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস