মিলন হোসেন বেনাপোল (যশোর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শনিবার বেনাপোল দি সান রুপ আবাসিক হোটেলের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পঞ্চম বর্ষে পদার্পণ।
যশোর জেলা প্রতিনিধি মফিজুর রহমান, শার্শা উপজেলা প্রতিনিধি সাইবুর রহমান সুমন ও বেনাপোল প্রতিনিধি সাগর হোসেনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি এইচএম আবুল বাশার, এশিয়ান টিভি শার্শা উপজেলা প্রতিনিধি মিলন হোসেন, সময় টিভি বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, একতা প্রেস ক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সেক্রেটারি কামাল হোসেন বিশ্বাস, সীমান্ত প্রেস ক্লাবের সেক্রেটারি আযুব হোসেন পক্ষী, একতা প্রেস ক্লাবের সেক্রেটারি সুমন হোসাইন।
অনুষ্ঠানে বেনাপোল, শার্শা ও বাগআচঁড়া থেকেও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
স্বাআলো/এস