মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিবারের মতো এই বারও যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বসবে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলনমেলা।
এই নোম্যান্সল্যান্ডে দুই বাংলা মিলে নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী শহীদ মিনার। এখানে দুই দেশের ভাষা প্রেমী, সরকারি ও জনপ্রতিনিধিরা শহীদদের স্মরণে ফুল দেবেন।
এসময় তারা একে অপরকে আলিঙ্গন করে মিষ্টি বিতরণসহ উপহার সামগ্রী আদান প্রদান করেন। তারা সকল ভেদাভেদ ভুলে যান কিছু সময়ের জন্য। ফুলের মালা দিয়ে উভয় দেশের মানুষ বরণ করেন নিজেদের।
ভৌগোলিক সীমারেখা ভুলে কেবল মাত্র ভাষার টানে সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে দলে দলে যোগ দেন একুশের এই মিলন মেলায়। ভারত-বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এ অনুষ্ঠানে।
এই অনুষ্টানে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর জেলা প্রসাশক আবরাউল হাসান মজুমদার, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম, ৪৯ বিজিবি পরিচালক কর্নেল আহমেদ হাসান জামিল, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজ বংশী, বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন ও শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ অনেকে।
ভারতের পক্ষে থাকবেন শ্রী নারায়ন গোম্মামী সভাপতি, উত্তর ২৪ পরগণ জেলা পরিষদ ও বিধায়ক, শ্রীমতী বীনা মণ্ডল সভাপতি, উত্তর ২৪ পরগণ জেল পরিষদ ও বিধায়ক, শ্রীমত্যা মমতা ঠাকুর প্রাক্তন সংসদ বনগাঁ লোকসভা, শ্রীমতী ইলা বাগচী সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতি, শ্রী সুরজিৎ বিশ্বাস প্রাক্তন বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার, শ্রী শ্যামন রায় প্রাক্তন অধ্যক্ষ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, শ্রী শঙ্কর দত্ত পৌর প্রধান গোবরডাঙ্গা পৌরসভা, শ্রী নারায়ন সাহা পৌরপ্রধান হাবড়া পারসন্ত, জাফর আলী মণ্ডলসহ-সভাপতি বনগাঁও পঞ্চায়েত সমিতি,শ্রীমতী শম্পা মণ্ডল সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ, শ্রীমতী মালতি বিশ্বাস সদস্য উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, শ্রীমতী সুবেশী মন্ডল সভাপতি বাগদা পঞ্চায়েত সমিতি, শ্রী জয়ন্ত বিশ্বাস উপপ্রধান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত, শ্রীমতী জ্যোৎস্না আঢ্য উপ পৌর মাতা বনগাঁ পৌরসভা।
দীনেশ কুমার আইপিএস পুলিশ সুপার, বনগা পুলিশ জেলা, শ্রীমতী উর্মি দে বিশ্বাস মহকুমা শাসক, বনগাঁ, শ্রী অর্ক পাঁজা মহকুমা পুলিশ অধিকারীক, বনগাঁ, শ্রী কমলেস সাইনি ম্যানেজার এলপিএসআই, আইসিপি পেট্রাপোল, শ্রী শিবু ঘোষ আইসি, বনগাঁ থানা, শ্রী উৎপল সাহা ভারপ্রাপ্ত অধিকারীক, পেট্রাপোল থানা।
স্বাআলো/এস