লিটন ঘোষ জয়, মাগুরা: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা, গণতন্ত্র ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রামের চার দশক এই স্লোগানকে সামনে রেখে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মাগুরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মাগুরা জেলার সংগঠক গোলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী শম্পা বসু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী সুলতানাসহ অন্যরা।
মাগুরায় ফেসবুকে প্রেম মোবাইলে বিয়ে, ৩ মাস পর তরুণীর আত্মহত্যা
অনুষ্ঠান থেকে বক্তাগণ বলেন, আমাদের দেশে শিক্ষা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। শিক্ষা হওয়ার কথা ছিলো সর্বজনীন বৈষম্যহীন অর্থাৎ সবার জন্য সমান অধিকার। কে কেমন মানের শিক্ষা পাবে বা আদৌ শিক্ষা পাবে কিনা তা নির্ভর করছে টাকার উপর। টাকা যার শিক্ষা তার এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের শিক্ষানীতি।
প্রকৌশলী শম্পা বসু বলেন, শিক্ষা ক্ষেত্রে এ সকল অব্যবস্থার মধ্যে মাগুরা জেলায় শিক্ষার মানের বেহাল দশা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এই জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। জেলার প্রধান প্রধান কলেজে নিয়মিত ক্লাস হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত এইসব কলেজে বছরে ২০০ দিন ক্লাস হওয়ার কথা থাকলেও মাত্র ৭০/৮০ দিন ক্লাস হয়। শিক্ষক সংকট অত্যন্ত তীব্র। কলেজের কোন পরিবহণ ব্যবস্থা নেই। ছাত্রদের জন্য কোনো হল নেই। শিক্ষাক্ষেত্রে এ সকল সংকট দূর করতে এবং শিক্ষার অধিকার রক্ষার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
স্বাআলো/এস