ভাড়া বাসা থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা অফিস: রাজধানীর বাড্ডার বেরাইদের জেলেপাড়া এলাকার মুবাক্কারের বাড়ির নিচতলায় একটি ভাড়া বাসার পৃথক কক্ষ থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন গাজী।

নিহত গিয়াস উদ্দিন (৭০) অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তার ছেলে রাকিব হোসেন (৩০) বৈদ্যুতিক মিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

যশোরে মন্দির থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেশীদের বরাতে ওসি বলেন, ওই ভবনের নিচতলায় তারা ১২ বছর ধরে ভাড়া থাকতেন। সন্ধ্যায় রাকিবের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো। কিন্তু অনুষ্ঠানে না পেয়ে তার এক বন্ধু হারুন ফোনে যোগাযোগ করেন। ফোনে না পেয়ে তার খোঁজে ওই বাসায় যান। পরে বাসার দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কয়েকজন মিলে দরজা ভেঙ্গে বাবা এবং ছেলেকে ঝুলন্ত অবস্থায় পায়।

ওসি ইয়াসিন গাজী বলেন, দুইজনকে দুই রুমে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারা প্রথমে গিয়াস উদ্দিনকে নামায়। ধারণা করা হচ্ছে গিয়াস উদ্দিন আগে গলায় ফাঁস দিয়েছেন। পরে তা দেখে ছেলে সহ্য করতে না পেরে পাশের রুমে গলায় ফাঁস দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ওসি জানতে পেরেছেন, প্রায় দুই বছর আগে গিয়াস উদ্দিনের স্ত্রী মারা গেছেন। বাবা-ছেলে মিলে ওই বাসায় ১২ বছর ধরে থাকতেন। ছোটখাট বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই ধরাবাহিকতায় রাগ এবং ক্ষোভে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনেকের ধারণা।

লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...