ভুটানে এক ম্যাচে সাবিনা-ঋতুপর্ণা-সুমাইয়া-মনিকার ২৫ গোল

ভুটান উইমেন্স ন্যাশনাল লিগ যেন এখন গোল উৎসবের মঞ্চ! গেল মঙ্গলবার রয়েল থিম্পু কলেজ যেখানে দিয়েছিল ১৬ গোল, সেখানে আজ এক ম্যাচে প্রায় দ্বিগুণ গোল করে রীতিমতো ইতিহাস গড়ল সাবিনা–ঋতুপর্ণাদের পারো এফসি।

থিম্পুতে আজ পারো এফসি বিধ্বস্ত করেছে সামৎসে এফসিকে ২৮–০ ব্যবধানে। এই গোল বন্যায় একাই ২৫ গোল করেছেন বাংলাদেশের চার নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং মনিকা চাকমা।

ম্যাচের শুরু থেকেই একপেশে খেলায় সাবিনারা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। ৯ মিনিটে গোলের সূচনা হয়, আর থেমেছে অতিরিক্ত সময়ে গিয়ে। পুরো ৯০ মিনিটজুড়েই চলেছে গোলের প্রদর্শনী।

সাবিনা খাতুন একাই করেন ৯টি গোল, মনিকা চাকমা করেন ৭টি, সুমাইয়া করেন ৫টি এবং ঋতুপর্ণা করেন ৪টি গোল। সর্বোচ্চ গোলদাতা হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশের নারী ফুটবলের তারকা স্ট্রাইকার সাবিনা।

এর আগে ১৩ মে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে বাংলাদেশের আরেক ফুটবলার কৃষ্ণা রানী সরকার করেছিলেন জোড়া গোল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সেদিনও। ১০ মে থিম্পু সিটির হয়ে ১০ জন নিয়েও জিতেছিল মারিয়া মান্দা ও সানজিদাদের দল।

নারী ফুটবলের এই দাপুটে পারফরম্যান্স শুধু ভুটানের মাটিতে নয়, বাংলাদেশের ফুটবলের মর্যাদাকেও আরও উঁচুতে তুলছে।

উল্লেখ্য, ভুটানের নারী লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসি। এবার শিরোপা ধরে রাখতে ছয় বিদেশি নিয়ে শক্তিশালী দল গড়েছে তারা। এর মধ্যে চারজনই বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবলার।