মদপানে প্রাণ গেলো দুই যুবকের

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাটাজোর গ্রাম থেকে মৃত এই দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার একই গ্রামের বাসিন্দা আরিফ খান (৪০) ও আদনান খান (৩২)।

স্থানীয় ইউপির সদস্য ইয়াসিন তালুকদার বলেন, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় আরিফ ও আদনান তার বন্ধুদের নিয়ে মদপান করে। এরপর বুধবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হলে প্রথমে আরিফ খানকে পার্শ্ববর্তী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

একইভাবে আদনান খানও অসুস্থ হয়ে পড়লে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১২ টার দিকে আদনান খান মারা যায়।

কাচিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নে দুইজন লোক মারা গেছেন এটা সত্য। কিন্তু মদ্যপান করে মারা গেছেন কিনা, তা বলতে পারবো না। তবে তারা মদপান করতেন বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এজন্য মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...