লিটন ঘোষ জয়, মাগুরা: চ্যানেল আই ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খানের পিতা আব্দুস সামাদ খান (৮৮) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খান পাড়ার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…)।
মৃত্যুকালে তিনি দুই ছেল ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে প্রথমে মাগুরা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক পরবর্তীতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারি সর্বশেষ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারি হিসাবে ১৯৯৬ সালে অবসরে যান।
মঙ্গলবার বাদ এশা মাগুরা শহরের মোল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মাগুরা পৌর গোরস্থান তাকে দাফন করা হবে।
মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব রূপক আইচ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক লিটন ঘোষ জয়সহ জেলার বিভিন্ন সামাজিক, ও সংস্কৃতির সংগঠন।
স্বাআলো/এস