Uncategorized

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

| April 23, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে মতিয়ার রহমান মতিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা।

সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান মতি যশোরের কেশবপুর উপজেলার লক্ষিনাথকাটি মাঝেরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে। ভিকটিমও একই এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মতি বিভিন্ন সময় ওই ছাত্রীর প্রতি প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তাকে উত্যক্ত করতেন। ২০২০ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় ভিকটিম স্থানীয় এক বাড়িতে বউ দেখতে যাওয়ার সময় মতি ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে মোটরসাইকেলে উঠিয়ে জোরপূর্বক অপহরণ করে।

৯ জানুয়ারি ভিকটিমের মা কেশবপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে যশোর সদর উপজেলার শেখহাটির একটি বাড়ি থেকে উদ্ধার এবং মতিকে আটক করা হয়।

মামলার তদন্ত শেষে কেশবপুর থানা পুলিশ ২০২০ সালের ২৮ জানুয়ারি চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত মতিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Shadhin Alo