Uncategorized

মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে বামজোটের প্রতিবাদ

ঢাকা অফিস | May 16, 2025

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাতিল এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার ঘোষণার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে এসব সিদ্ধান্ত বাতিল করে এক সপ্তাহের মধ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।

বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলীসহ অন্যান্য নেতারা। সভা পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী ও চক্রান্তমূলক। দেশের জনগণের অর্থে নির্মিত এই টার্মিনালটি বন্দর শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ উপেক্ষা করে আগের আওয়ামী লীগ সরকার আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই সিদ্ধান্ত বাতিল না করে তা অনুসরণ করছে, যা উদ্বেগজনক।

তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি–রপ্তানির প্রধান কেন্দ্র। বন্দরের পাশে রয়েছে নৌঘাঁটি, বিমানঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন একটি স্পর্শকাতর স্থানে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।

সমাবেশে কোনো আলোচনা ছাড়াই রাখাইনে কথিত মানবিক করিডর দেওয়ার সরকারের উদ্যোগেরও কড়া সমালোচনা করা হয়। বক্তারা বলেন, আরাকানে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত একটি স্পর্শকাতর কূটনৈতিক ও সামরিক ইস্যু। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য ছাড়া সরকার এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে না।

এ ছাড়া কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে সেখানে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরিতে বিনিয়োগের সুযোগ দেওয়ার সরকারি আহ্বানকেও জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করেন নেতারা।

সমাবেশ থেকে এসব সিদ্ধান্ত বাতিল করে এক সপ্তাহের মধ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।

Shadhin Alo