প্রবাসের খবর

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসী আটক

| November 4, 2023

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২-এর একটি পণ্য স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২০ থেকে ৫০ বছর বয়সী মোট ২৪৪ জন পুরুষ এবং একজন বিদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি, তিন ইন্দোনেশিয়ান এবং এক শ্রীলঙ্কান নাগরিক রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৬ অভিবাসী গ্রেফতার

শনিবার (৪ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, গত দুই মাসে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী এ অভিযান চালানো হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply