প্রবাসের খবর

মালয়েশিয়ার সমুদ্রসৈকত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

| February 19, 2024

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া মোহাম্মদ রাশিদুল (৩০) নামে এই প্রবাসী বাঙালীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) নিহত রাশিদুল ও আরো দুই বন্ধু মিলে গেবেং সমুদ্র সৈকতে গোসল করতে যান।

এরপর সাঁতার কেটে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলে ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন।

রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানালে বিকেল সোয়া তিনটার সময় ম্যানেজার স্থানীয় পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোহাম্মদ রাশিদুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশীর মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) রাখা হয়েছে।

স্বাআলো/এসআর

Shadhin Alo