জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার সদর উপজেলার আমঝুপিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুরমত আলী (৫০) সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
বিদ্যুৎস্পৃষ্টে সিএনজি চালক নিহত
মরদেহ উদ্ধার করা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হুরমত আলী সার ও বিষ কেনার জন্য মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে আসছিলেন। আমঝুপি বীজ খামারের নিকট এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান তিনি।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এস