মেহেরপুরে হেরোইনসহ পুলিশ সদস্য ধরা

মেহেরপুর সিমান্তে হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার সহযোগী সবুজ হোসেনকেও আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আর জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।

সোমবার (২ অক্টোবর) বিকালে তাদেরকে সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে আটক করার পর রাতে থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়।

আটক আশরাফুল ইসলাম মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আফসার উদ্দীনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটনে কোর্ট পুলিশে কর্মরত রয়েছেন এবং সবুজ হোসেন সদর উপজেলার রাইপুর গ্রামের মঞ্জু শেখের ছেলে।

বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন বলেন, কাঁটাতারের এপারে ভারতীয় গ্রাম বিষ্টুগঞ্জ থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক কারবারি বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের একটি দল অবস্থান নেয়। সীমান্তে মাদক কারবারিরা একটি মোটরসাইকেলযোগে বাজিতপুর গ্রামের পাকা রাস্তার ওপরে উঠলে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে।এ সময় আটক করা হয় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে। সবুজের শরীর তল্লাশি চালিয়ে ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ৩ গ্রাম। জব্দ করা হয় একটি ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন, আসামি আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। তিনি ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত রয়েছেন। তবে বর্তমানে তিনি সাসপেনশনে রয়েছেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...