নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার হাশিমপুর হাই স্কুল মাঠে সাত দিনব্যাপী ১৬ দলীয় অ্যাবাকাস মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে স্বপ্নদেখ ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নামে স্মার্ট হাশিমপুর ফুটবল একাদশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন।
হাশিমপুর বন্ধন ফুটবল কোচিং সেন্টারের আয়োজনে টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে।
ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বাংলাদেশ যুব কাউন্সিলের সহ-সভাপতি জহির ইকবাল নান্নু, বন্ধন ফুটবল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, মিতালী ক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজহার মোল্লা ও সামাজিক ব্যক্তিত্ব ফকর উদ্দিন।
যশোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্বা গৃহবধূকে নির্যাতনের ঘটনায় মামলা
সাত দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিচ্ছে সরুইডাঙ্গা ফুটবল একাদশ, টিটুল ফুটবল একাদশ, সততা ফল ভাণ্ডার ফুটবল একাদশ, মিক্স আন্ডার গ্রাউন্ড ফুটবল একাদশ, কপোতাক্ষ ডাইনামিক ফুটবল একাদশ, স্মার্ট হাশিমপুর ফুটবল একাদশ, ইছালী পুলিশ ফাঁড়ি ফুটবল একাদশ, রহেলাপুর ফুটবল একাদশ, আরাফাত থাই অ্যান্ড গ্লাস ফুটবল একাদশ, বন্ধু বন্ধু একাদশ, তামিম অটো একাদশ, এইচ এন পি ফুটবল একাদশ, এইচ পি গ্যাং স্টার একাদশ, ফ্রেন্ডস ক্লাব একাদশ ও ভাই ভাই একাদশ।
স্বাআলো/ এস