নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর ইসাহক সড়কের আজিম হোসেন আকাশ হত্যাকান্ডে আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১ মার্চ) তারা হত্যার দায় স্বীকার করে আদালতৈ জবানবন্দি দিয়েছে।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায়জবানবন্দি শেষে তাদের জেলহগাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
আটককৃতরা হলো, শংকরপুরের অনিক হাসান ওরফে অনি ও আব্দুল আলিম ওরফে ছোট আকাশ।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী নিহত আকাশের মা ফরিদা খাতুন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা এই হত্যাকান্ডের সাথে জড়িত শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল হাকিম সাগর, একই এলাকার ছেলে আব্দুল আলিম ছোট আকাশ ও অনিক হাসান অনিকে গ্রেফতার করে।এর আগে গত বৃহস্পতিবার আটক আব্দুল হাকিম সাগর ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
যশোরে পুলিশের অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ আটক-৪
শুক্রবার আটক অপর দুইজন ও জবানবন্দি প্রদান করে। এই মামলায় পলাতক রয়েছে ওই এলাকার ঘেনুর ছেলে সোহান, মেসিয়ার খোকনের ছেলে সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, হাকিম শেখের ছেলে সিরাজুল ইসলাম, হারুনের ছেলে মামুন, রায়পাড়ার নজর আলীর ছেলে সোহেল, জালালের ছেলে ইয়াছিন, নুরুর ছেলে রাহুল, বাচ্চুর ছেলে নয়ন ও রমজান ছোট রমজান।
স্বাআলো/এস