নিজস্ব প্রতিবেদক: যশোরের চুড়ামনকাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে স্বামী বিলাত আলী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম ও ইজিবাইক চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এ দুঘর্টনা ঘটে।
জানা যায়, কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের বিলাত আলী ও তার স্ত্রী আছিয়া বেগম বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চাঁন্দুটিয়া গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা চুড়ামনকাটি বাজার থেকে ইজিবাইকে রওনা হন। পথিমধ্যে ছাতিয়ানতলা গ্রামের মধ্যে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই বিলাত আলী (৬৫) মারা যান। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ইজিবাইক চালক গুরুতর আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মরদেহ নিয়ে বাড়িতে চলে যান।
স্বাআলো/এস