নিজস্ব প্রতিবেদক: ‘নতুন ধান নতুন প্রাণ, চলো শুনি পিঠার গান’, এ স্লোগান সামনে নিয়ে যশোরের সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) উদীচীর জেলা সংসদের কার্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্ল্যা প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন।
উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্যের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উদীচী
যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, অনুষ্ঠানের আহবায়ক আলমগীর কবির ও গাছি কাউছার
আলী।
অনুষ্ঠানে গাছি কাউছার আলীকে চাঁদর ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পিঠা উৎসবে পাটিসপটা, চিতই, ধুপি, কুলি, ঝাল পিঠা, পাকানসহ ১০ রকমের পিঠার সমাহার ছিলো।
স্বাআলো/এস