নিজস্ব প্রতিবেদক: যশোরে নাবিল আহমেদ (২৪) নামে কলেজছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে সাব্বির ও ইয়াসিন নামে দুই সন্ত্রাসী।
রবিবার (৪ ফেব্রুয়ারি) যশোর শহরতলীর ঝুমঝুমপুর মান্দারতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত নাবিল আহমেদ মান্দারতলা এলাকার মোহাম্মদ জাহিদের ছেলে।
ভুক্তভোগী নাবিল আহমেদ অভিযোগ করে জানায়, আমি আলহেরা ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছি। সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিলাম। এ সময় পূর্বশত্রুতায় একই এলাকার সাব্বির ও ইয়াসিন আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের আর এম ও (আবাসিক মেডিকেল অফিসার) ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, বুকের বাম পাশে নাবিলের ঘাড়ে ও বুকের বাম পাশে ধারালো অস্ত্রের তিনটি আঘাত রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসা দিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।
স্বাআলো/এস