Uncategorized

যশোরে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

| February 11, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে পাঁচ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ আল-আমিনকে আটক করা হয় ও শনিবার (১০ ফেব্রুয়ারি) ডিবি পৃথক অভিযানে কোতোয়ালী মডেল থানার চাঁচড়া এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম, সোহেল হোসেন ও মহরম হোসেনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, শহরের চাঁচড়া বেড়বাড়ীর আশরাফুল ইসলাম, চাঁচড়া পশ্চিমপাড়ার সোহেল হোসেন, চাঁচড়া মাশুরপট্টির মহরম হোসেন। পলাতক রয়েছে চৌগাছার দিঘড়ীর নিজাম আলী।

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, শনিবার কোতোয়ালী মডেল থানা এলাকার চাঁচড়া মধ্যপাড়া গ্রামের মুদি দোকানের সামনে থেকে আসামিদের হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেছেন।

ট্রাকের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

অপর এক অভিযানে, ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, শুক্রবার যশোরের চৌগাছার কাকুড়িয়া গ্রামের বাওড়ের পশ্চিম পাশে সংলগ্ন আবু কালামের মেহেগুনি বাগান থেকে পলাতক আসামি রুহুল আমিনের ফেলে যাওয়া পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছেন। এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo