যশোর

যশোরে জননী হোটেলে অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

| November 8, 2023

যশোরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ জুবায়ের (২৩) ও আব্দুর রহিম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটক জুবায়ের ও আব্দুর রহিম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো ইয়াবার একটি চালান হাত বদল হবে। এ সময় পুলিশ যশোর শহরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার ৫১০ পিস ইয়াবাসহ জোবায়ের ও আব্দুর রহিম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয। আটক ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply