নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন পেনশন স্কিমে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীদের অন্তর্ভুকরণ করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি ) সংস্থার মুজিব সড়কস্থ প্রধান কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিমে সংস্থার কর্মকর্তা কর্মীদের অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) ফসিউল্লাহ্।
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেসিএফএর উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন অথরিটির নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক ও পরিচালক নূরে আলম মেহেদী।
যশোরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে অভিযান, ইয়াবাসহ ছেলে আটক
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক সুযোগ-সুবিধাসহ কিভাবে ও কারা এর আওতায় আসবে সেই বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে জাগরণী চক্রই সর্বপ্রথম সর্বজনীন পেনশন স্কিমে তাদের কর্মকর্তাদের অন্তর্ভূক্ত করলো। অনুষ্ঠানে ৬৫ জন কর্মকর্তার পেনশনের জন্য নিবন্ধন করা হয়। পর্যায়ক্রমে চার হাজার ৫০০ জন কর্মকর্তা-কর্মচারীর পেনশনের নিবন্ধন সম্পন্ন করা হবে।
স্বাআলো/এস