খুলনা বিভাগ

যশোরে ট্রাক চুরি মামলায় ব্যবসায়ী নেতা আটক

নিজস্ব প্রতিবেদক | October 12, 2025

যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবার (১১ অক্টোবর) রাতে যৌথ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের ওসি আকতার হোসেন ও যশোর জেলা ডিবি’র ওসি মঞ্জুরুল হক ভুঞা নেতৃত্বে দুইটি টিম অভিযানে অংশ নেয়।

এসময় বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে ঢাকা থেকে চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। অভিযান রাত ১১টা পর্যন্ত চলে।

বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।

যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, ‘ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে কাজ করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’

Shadhin Alo