নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরির সময় দুই দুর্বৃত্তকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলার মণিরামপুর মহাসড়কের কানাইতলা এই ঘটনা ঘটে।
এই ব্যাপারে ট্রাক চালক মামুন হোসেন বাদী হয়ে ওইদিনই আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলো, একই উপজেলার বলরামপুর গ্রামের পশ্চিমপাড়ার বাবু হোসেন ও আবাদ কচুয়া গ্রামের হাফিজুর রহমান।
বাদী মামুন হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বাসিন্দা। তিনি (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৩৩৭) নম্বর ট্রাকের চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৫১টি গ্যাস সিলিন্ডার নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করেন। শুক্রবার দিবাগত গভীর রাত ১২টার দিকে যশোর সদর উপজেলার মণিরামপুর মহাসড়কের কানাইতলা গাজী হোটেলের সামনে গাড়িটি পার্কিং করে খাবার খাওয়ার ভিতরে যান। কিছুক্ষণের মধ্যে গাড়ির কাছে একটি ইজিবাইক এসে ট্রাকের পিছন দিক থেকে গ্যাস সিলিন্ডার নামিয়ে নিয়ে যাচ্ছে বলে দেখতে পান চালক। এসময় দৌড়ে সেখানে গেলে ধাওয়া করে ওই দুইজনকে আটক করা হয় কিন্তু রনি গাজী পালিয়ে চলে যায়। কিন্তু এর আগেই স্থানীয় লোকজন এসে আটক দুইজনকে গণধোলাই দিয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। এই ঘটনায় থানায় মামলা দিয়ে গতকাল আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজেতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক।
স্বাআলো/এস