নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দেবব্রত কুমার সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দেবব্রত সরকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিনয় কৃষ্ণ সরকারের ছেলে।
এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১১৩৩ পরীক্ষার্থী
প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুড়ামনকাটি বাজারের ব্রাক অফিস সামনের রাস্তায় মোটরসাইকেলের (সাতক্ষীরা-হ-১৭-৯৮৫৩) সাথে দ্রুতগতির একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক দেবব্রত রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দিন আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার সালাউদ্দিন আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। অতিরিক্তি রক্তক্ষরণের কারনে তিনি মারা গেছেন।
স্বাআলো/এস