যশোরে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে ‘জিয়া বাহিনী’ প্রধানের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার পল্লীতে সন্ত্রাসীদের বোমা (ককটেল) হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থলে রয়েছেন। জিয়া ফকিরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদরাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে আটটার দিকে কয়েক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তার শরীরে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি ‘জিয়া বাহিনী’ নামে পরিচিত। জিয়া এ বাহিনীর প্রধান। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

জানতে চাইলে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

কারা কেন এই বোমা হামলা চালিয়েছে তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি।

নিহতের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সে বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...